রানীগঞ্জ: ই সি এল এর কুনুসতোরিয়ার অন্তর্গত বাঁশরা কলেয়ারীর এজেন্ট কার্যালয়ের সামনে শুক্রবার বাঁশরা গ্রামীণ এলাকার সাধারণ মানুষ অবৈধ খননের বিরুদ্ধে দীর্ঘ আট ঘণ্টা বিরোধ প্রদর্শন করেন। শুক্রুবার ই সি এল আধিকারিক ও পুলিশের তত্ত্বাবধানে কুনুসতোরিয়া এরিয়ার অন্তর্গত ২২টি অবৈধ খাদানে ড্রজারিং করা হয়। এই করনে আশেপাশে অবস্থিত ঘরে তার প্রভাব পড়ে এবং অনেক ঘরে ফাটল দেখা যায়।
এছাড়াও অবৈধ খনন কার্যের কারণে বাইরের অনেক অসামাজিক লোকের আসা যাওয়া শুরু হলে গ্রামের মহিলাদের মধ্যে ভয়ের উদ্রেক হয়। এই বিষয়ে ই সি এল কর্তৃপক্ষকে বার বার জানানো শর্তেও কোনো সুরাহা হয়নি। এই কারণেই বাধ্য হয়ে গ্রামবাসী অফিস ঘেরাও করতে বাধ্য হয়।