দুর্গাপুর: দুর্গাপুরের নিউ টাউনশিপ এলাকার উত্তর পল্লীতে বসবাসকারী বিজেপি পার্টির মণ্ডল অধ্যক্ষের বাড়িতে সোমবার বোমাবাজির ঘটনা যানা যায়। এই ঘটনায় কোনো প্রাণহানী হয়নি কিন্তু এই ঘটনা এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। মণ্ডল অধ্যক্ষ স্বাধীন রায় আচমকা বোমের শব্দ শুনে বিচলিত হয়ে পড়েন। এই অমানবিক ঘটনার কারণে বিজেপি পার্টির কর্মীরা লক্ষ্মন ঘরুই এর নেতৃত্বে নিউ টাউনশিপ থানা খেরাও করেন এবং অপরাধীদের চিহ্নিত করার জন্য আবেদন করেন। তিনি বলেন এই ঘটনার পেছনে তৃনমূল কর্মীদের হাত রয়েছে, তারা ভয় পেয়ে বিজেপি পার্টির কর্মীর উপর হামলা করার পরিকল্পনা করছে, মিথ্যে কেসে বিজেপি পার্টি কর্মীদের ফাঁসিয়ে দিতে চাইছে।
এই ঘটনার কথা শুনে তৃণমূল পার্টির জেলা কার্যকরী অধ্যক্ষ উত্তম মুখার্জী বিজেপি নেতা লক্ষ্মন ঘরুই এর মতামত কে ভিত্তি হীন বলে দাবি করেন। তিনি জানায় বিজেপি মিথ্যে আরোপ করছে।
এই ভাবে বোমাবাজির ঘটনা ভালোভাবে দেখছেন না সাধারণ মানুষ। এই ঘটনা সামাজিক অস্থিতরাকে প্রকাশ করে। এই ঘটনায় যে বা যারাই করে থাকুক তাদের অবিলম্বে চিহ্নিত করা উচিত। যাতে পরবর্তী কালে এই ধরণের অসাজিক ঘটনা যেনো দুর্গাপুরে আর না ঘটে।