আসানসোল: আন্তঃরাজ্য গাঁজা চক্র ধরা পড়ল আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের হাতে৷ গতকাল সকালে এ ডি পি সির তরফ থেকে আসানসোল উত্তর থানার কন্যাপুর ফাঁড়িতে ডি সি সায়ক দাস সাংবাদিক বৈঠক করে জানায় – মঙ্গলবার রাত্রে বিশেষ সূত্রে খবর পেয়ে এন এইচ -২ এর ওপর জুবিলি মোড়ের নিকট অভিযান চালিয়ে তারা গাঁজা চক্রের পর্দাফাঁস করে।
এই অভিযান থেকে প্রায় ৩৩০ কেজির মত গাঁজা উদ্ধার করা হয়৷ ঘটনাস্থল থেকে পাওয়া যায় একটি ৬ চাকা গাড়ি ও একটি পিকঅাপ ভ্যান। এই ঘটনার সাথে যুক্ত ৫ জনকে গ্রেপ্তার করে পুলিশ৷ তাদের মধ্যে একজন উত্তর প্রদেশ, একজন উত্তর ২৪ পরগনার সোদপুর ও বাকি তিনজন আসানসোল উত্তর , কুলটি ও অণ্ডালের বাসিন্দা বলে জানা জানা যায়৷ ধৃতদের আসানসোল কোর্টে চালান করা হয় ৷ এবং পুলিশ হেফাজতের দাবি জানানো হয়৷ সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন ডিসি সায়ক দাস, এ সি পি সেন্ট্রাল সৌমদীপ ভট্টাচার্য , আসানসোল উত্তর থানার আধিকারিক শান্তনু অধিকারি সহ অন্যান্য পুলিশ আধিকারিকেরা।