১৩০ বছরের জগদ্ধাত্রী পুজো, জামুড়িয়ার ইকড়া গ্রামে

জামুড়িয়া: সাধক বামাক্ষেপা এর নির্দেশে জামুড়িয়া ইকড়ার চট্টোপাধ্যায় পরিবারে শুরু হয় জগদ্ধাত্রী পুজো। তার আগে জমিদার বিজয় গোবিন্দ চট্টোপাধ্যায় এই পুজো শুরু করেছিলেন আর্থিক অবস্থা খারাপ হওয়ায় জন্য সেই পুজো বন্ধ হয়ে যায়,বামদেবের আদেশে আবার শুরু হয়। ১৯০৬ সাল থেকে ১৯১১সালের মধ্যে বামদেব চারবার ইকড়া গ্রামে এসেছিলেন। বাংলার ১৩১১ সালের ১লা আশ্বিন ঋষিকেশ চট্টোপাধ্যায় বামদেবের কাছে দীক্ষা নেন।

সেই সময় চার দিন ধরে এই পুজো করা হলেও বর্তমানে এখন একদিনে সপ্তমী অষ্টমী নবমী দশমী পুজো করা হয়। আগে পুজোয় ছাগ বলি দেওয়া হলেও এখন ছাগবলি বন্ধ আছে। তবে আগেকার মতোই গ্রামের মানুষদের খাওয়া-দাওয়ার ব্যবস্থা করা হয়।